আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা কৃষকলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদীর পূর্বাঞ্চলে অবিসংবাদিত কৃষক নেতা ও নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ বাবর আলী মাস্টারের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মোঃ বাবর আলী মাষ্টারের স্মরণে এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশাব উদ্দিন মেম্বারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, আ.লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ আলী খান রিপন,
বেলাব উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজরুল, সাবেক সভাপতি মোঃ সমশের জামান ভূইয়া রিটন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফজালুল হক ভূইয়া,
বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ’সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৮ জুন মঙ্গলবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।