পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ”আসুন সকলে করি রক্তদান, বাঁচাই হাজারো মানুষের প্রাণ” এই প্রতিপাদ্যে “শান্তিময় যুব সংগঠন” এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলায় ১ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতা মূলক ক্যাম্পিং করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দিনব্যাপী পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা কলেজ এই রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনামূলক ক্যাম্পিং করা হয়। উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পিং টি পরিচালনা করেন, ঘোড়াশাল হেলথ্ কেয়ার প্রাঃ হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান মোশাহিত এনাম রাহুল এবং বাঁধন সংগঠনের সদস্য রফিকুল ইসলাম অনিক।
শান্তিময় যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাহমুদুল হাসান হৃদয় এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন শান্তিময় যুব সংগঠনে সদস্য, তাসনিম মেঘনা, ফাতেমা হিরামনি, মিনহাজ, সাইদুর রহমান, সিফাত, রাসেল, হাছিবুল হাসান শান্ত, সানোয়ার, জাহিদুল ইসলাম অনিক, ইউসুফ, রিফাত।
উল্লেখ্য, শান্তিময় যুব সংগঠনটিকে ২০২২ সালের ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তর হতে সরকারি নিবন্ধন নম্বর দেওয়া হয়। সংগঠনটি পলাশ উপজেলার খানেপুর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।