জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর গ্রামে রাবেয়া গফুর বাস ভবনে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ – এ জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ একে মাহবুবুল হক (অবঃ) এমবিবিএস, পিজিটি, সিসিডি, এমপিএইচ, এমফিল।
তিনি সভাপতিমণ্ডলীর সদস্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,সাবেক পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল,ঢাকা।তার আগে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে রাবেয়া-গফুর জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি দায়িত্ব পালন করছেন।
উক্ত অনুষ্ঠানে তিনি বাঞ্ছারামপুর বাসীর সার্বজনীন মঙ্গল কামনা করেন, সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশে গড়ার জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানের তিনি আরো বলেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সৎ ও দক্ষ নতুন নেতৃত্বের সুযোগ দিতে হবে এবং দেশের জনগণকে দক্ষতা ও কারিগরি শিক্ষার আওতায় এনে নবীনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে,কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে,দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে দেশের মানুষকে কাজে লাগাতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।
এই সময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সদস্য সহ এলাকার বিভিন্ন শ্রেণীর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।