সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৫) এর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জিনারদীর সাতটেকিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশে এক যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।
রেলওয়ে পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১ মধ্যে ঢাকা- চট্টগ্রাম-সিলেট অভিমুখে চলাচলকারী কোন একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল করা হয়েছে। তবে এখনও মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্তে কাজ করবে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।