মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
পরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।