এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মির্জাচর নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মেঘনা নদী পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মির্জাচর নৌ-পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এসআই মো. নাঈম রাত নয়টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। বর্তমানে লাশের পরিচয় শনাক্তে কাজ চলমান আছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।