পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক সংগঠন স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার আয়োজনে সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় , মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্য সতর্কতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক মো: আশাদউল্লাহ মনা, সহ-সভাপতি শফিকুল ইসলাম।
স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় ও সভাপতি খাইরুল হকের শুভেচ্ছান্তে এই অনুষ্ঠান ও ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্মাইল ঘোড়াশাল শাখার সহ-সভাপতি মেহেরুন নেছা নিশি ,সহ সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল , সাংগঠনিক সম্পাদক আরিফা আক্তার , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি, হিউম্যান রিসোর্স সম্পাদক সুমি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিলা , সদস্য আবু সাইদ, নাদিম, সাবিকুল।
দিনব্যাপী আয়োজিত ইভেন্টে প্রায় ১০০০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সতর্কতা সেমিনারও অনুষ্ঠিত হয় ।