জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় জনগনের অংশগ্রহণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে চিনিশপুর ইউনিয়নের উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণে উম্মুক্ত ওয়ার্ড সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে ৯ নং ওয়ার্ড মোল্লাবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে চিনিশপুর ইউ পি সচিব শাহ আলম হোসেন এর সঞ্চালনায় চিনিশপুর ইউপি ৯নং ওয়ার্ড সদস্য রাদিব তামজিদ জুয়েল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউ পি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউপি ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য রোখসানা বেগম ও বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত সভায় জানা যায়, মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন জামাল উদ্দিনের দোকান হইতে সালাউদ্দিন মুন্সির মিল হয়ে হিরন মিয়ার দোকান পর্যন্ত ড্রেইন সংস্কার স্লাব নির্মান ও ঢালাই সহ রাস্তা নির্মাণ প্রকল্প শিঘ্রীই শুরু হবে।