নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মামুন মিয়া।
করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল্লাহ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা দিপালী রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন, করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, কাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল হক,
করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ফজলুল হক, ওমর ফারুক, জয়নাল আবেদিন, নাজনিন ফরহাদ জোলি, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক আছমত উল্লা, আসাদুজ্জামান শামীম, শাহাদাত হোসেন সেন্টু ও জাহিদুল হক রতন সরকার প্রমুখ।