1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ ঢাবি নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ পলাশ উপজেলা ও পৌর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি হাবিবুল্লার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের অভিযোগ নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার বিতরণ ঈদ উপলক্ষে শিবপুর পৌরসভার উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ

রায়পুরায় মুক্তিযোদ্ধা নেছার উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. নেছার উদ্দিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) বিকালে স্থানীয় নূর কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার,

ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজ, ফজলুর রহমান, পোরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুমের দলীয় রাজনৈতিক কর্মময় জীবনের আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। স্মরণ সভায় সহশ্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT