মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল কাশেম ভূঁইয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সৈয়দনগর গ্রামে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, পুটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য বাশার মিয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বকুল মিয়া,
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাছেদ মৃধা, মরহুমের ছেলে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান ভূইয়া (শরিফ), পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন ও সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া প্রমুখ।