মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ৪৯৬তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর উদ্বোধন করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, স্কাউটসের জাতীয় কমিশনার ফাউন্ডেশন সাফিনা রেহমান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র দাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।
কোর্সে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহিরুল হক কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ দিনব্যাপী কোর্সে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল মাদ্রাসার ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে এ প্রশিক্ষন কোর্স।