সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে পলাশে কাদিয়ানী বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের তাওহীদি জনতা এ মিছিলে অংশগ্রহণ করে।
পরে এক সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি যুবায়ের আহমেদ ভৈরবী, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা মো: জহির উদ্দিন, মুফতি ইউসুফ কারী ইসমাইল প্রমুখ।
বক্তারা পঞ্চগড়ে আরিফুজ্জামানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে বসবাস করে। সরকারের কাছে আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে কাদীয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক।
তারা বলেন, কাদীয়ানীরা আল্লাহর দলিল মানেনা। প্রকাশ্যে ঘোষণা দিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী বলে স্বীকার করেনা। ৯২ ভাগ মুসলিমের দেশে আমাদের সবার দাবী ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।
তারা বলেন, পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করা হয়েছে, হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। কাদীয়ানীরা নিজেদের মুসলিম দাবী করে অথচ শেষ নবীকে স্বীকার করেনা তাই ওদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।