1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়।

সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়ায় অংশগ্রহণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT