নিজস্ব প্রতিবেদক : “যুব সমাজের উন্নয়ন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” শ্লোগানে নরসিংদীর পলাশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উপজেলা যুব সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল ফেরীঘাটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সভাপতি মো: ইকরাম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মো: মারুফ শেখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য জি.এম. মুবারক হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান ভূইয়া, পলাশ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এরশাদ মুন্সি, উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিলন মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, যুব আন্দোলনের উপজেলা শাখার উপদেষ্টা মো: ওয়ালী খান, মোহাম্মদ রোমান খান, মোহাম্মদ বাশির মিয়া প্রমুখ।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর পলাশ উপজেলা শাখার সভাপতি হিসেবে মো: ইকরাম হোসেন ও সেক্রেটারি হিসেবে মো: হাবিবুর রহমানকে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। এ নিয়ে দ্বিতীয়বার সভাপতি হিসেবে মো: ইকরাম হোসেন নির্বাচিত হয়েছেন।