1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় মাদকবিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত রায়পুরায় লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ৪৬ জন ডিলার নিয়োগ রায়পুরায় প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে বৃক্ষরোপণ  নরসিংদীতে প্রসূতির অস্ত্রোপাচারের পর পেটে ১৮ ইঞ্চির ‘মব’ কাপড় রেখে সেলাই, মৃত্যুর মুখে প্রসূতি নরসিংদীর ডিসি রোডে বেঙ্গল মিটের নতুন শো-রুমের শুভ উদ্বোধন হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংবর্ধনা “জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে”- ইউএনও মাসুদ রানা নরসিংদীতে কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগ নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আটো চুরি মামলার আসামী মাধবদীতে ২ সুতার গোডাউন ও ১টি ঝুটের দোকান আগুনে পুড়ে ছাই

শিবপুরে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৭৭ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হারুনুর রশীদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে শিবপুর বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে থানা রোড, উপজেলা পরিষদ রোড ও কলেজ গেইট হয়ে পূনরায় বাস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু,

এডভোকেট খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত হারুনুর রশিদ খান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT