নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৪৬ দিনে হিফজ সম্পন্ন করায় ৯ বছরের শিশু আব্দুল্লাহ বিন আফছার আলিফকে সংবর্ধনা দিয়েছে দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদ। বুধবার ৮ মার্চ সকালে দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।
এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন নবীউল হক খান সাবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মহাসিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দাগনভূঞা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমাম হোসেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সরদার প্রমুখ।
এদিন অনুষ্ঠানে হাফেজ আব্দুল্লাহ বিন আবছার আলিফকে ৪০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয় এবং মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মুহাম্মদ আলী সানীকে সংবর্ধনা দেন অতিথিরা।
জানা যায়, আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মোঃ নুরুল আবছার সোহাগের ছেলে।