নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যা চেষ্টার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার ৮ মার্চ দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক।
মঙ্গলবার ৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন জাকির হোসেন জাক্কু (৪৮), মাহবুবুল আল শিমুল (৩৩), সুমন (৩৫), রিমন (২০)।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক জানান, গত ৫ মার্চ ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং উত্তর পাশে মামলার আসামিসহ অজ্ঞাতনামা অন্যরা তাকে আটক করে হত্যার উদ্দেশ্যে তার ওপর আক্রমন করে তার জিব্বা কেটে দেয়।
এ ঘটনায় তার চাচা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এর প্রেক্ষিতে র্যাব ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে তথ্য- প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ৫ মার্চ একটি মাহফিলে দেয়া শরীফুল ইসলাম ভূঁইয়ার বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সেই বক্তব্যের কারণে তারা হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার সঙ্গে থাকা সহযোগীকেও আহত করে।