জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কানাইনগর গ্রামে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে বাঞ্ছারামপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কানাইনগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সোনারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।
এস আই আলামিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি তাদের আশ্রয়দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের পরিচয় গোপন থাকবে বলে শতভাগ নিশ্চয়তা দেন বাঞ্ছারামপুর থানার কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বর্তমান মেম্বার ফরিদ মিয়া, সাবেক মেম্বার ফরিদ মিয়া, বাছেদ মিয়া, বিল্লাল মিয়া, মামুন মিয়া প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত সবাই মাদক নিরসনে যথাযথ ভুমিকা বাখবেন বলে মত প্রকাশ করেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।