1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী জেলার ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন বিএনপি নেতা জাহিদ পলাশে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার পবিত্র শবে কদর আজ, ইবাদত বন্দেগীতে কাটবে রাত নরসিংদীর সাবেক এমপি শামসুদ্দীন আহমেদ এছাকের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ

পলাশের ডাঙ্গায় জমিদারবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৮৯৭ বার

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় লক্ষ্মণ সাহার জমিদার বাড়িতে “জলের ধারা ফাইন আর্টস” নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দিনভর “রংতুলিতে লক্ষ্মণ সাহার জমিদার বাড়ি” শিরোনামে ২০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নরসিংদীর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা গুলোর অন্যতম একটি পলাশের ডাঙ্গা এলাকার লক্ষ্মণ সাহার জমিদার বাড়ি। তবে ঠিক কবে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছে তার সঠিক তথ্য নেই। কয়েক শ’ বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কারুকার্যখচিত দোতলা বাড়িটি ভবনের মেঝে কষ্টিপাথর দিয়ে ঢালাই করা। রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট, পূজার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির। প্রতিদিনই অসংখ্য মানুষ জমিদারবাড়িটি ঘুরে দেখতে আসেন।

জলের ধারা বলেছে, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই গত এক যুগ ধরে তারা দলবদ্ধভাবে দেশের প্রত্যন্ত সব অঞ্চলে ঘুরে-ঘুরে ইতিহাস-ঐতিহ্য নিয়ে ছবি আঁকেন। কখনো প্রবীণ, কখনো নবীন, আবার কখনো নবীন-প্রবীণ শিল্পীদের সমন্বয়ে আয়োজন করেন আর্ট ক্যাম্প, আর্ট ট্রিপ, আর্ট ওয়ার্কশপ বা প্রদর্শনীর।দেশজুড়ে চারুকলার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের সরাসরি বা অনলাইনে একনিষ্ঠভাবে ছবি আঁকার প্রশিক্ষণও দেন তারা। এরই ধারাবাহিকতায় ২০ জন চিত্রশিল্পীকে নিয়ে এই আর্ট ক্যাম্পের আয়োজন। শিল্পীরা তাদের ক্যানভাসে জমিদারবাড়িটি নানা দিক থেকে এঁকেছেন।

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ২০ তরুণ চিত্রশিল্পী হলেন কারু তিতাস, সৈয়দ গোলাম দস্তগীর, গুপু ত্রিবেদী, আব্দুস সাত্তার তৌফিক, আবু কালাম শামসুদ্দিন, আনিসুর রহমান, বিশ্বজিৎ গোস্বামী, আসমা আক্তার, ইসকান্দার মির্জা, মনজুর রশিদ, হামিম উল জিহাদ, ইসমাইল চৌধুরী, ইসরাত জাহান, কামরুজ্জোহা, সালমা শিরিন চৌধুরী, সৈকত হোসেন, শাহানুর মামুন, জাহিদ খান, জিয়াউর রহমান ও সোহাগ পারভেজ।

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া চিত্রশিল্পীরা ছড়িয়ে-ছিটিয়ে কেউ মাদুর পেতে বসে, আবার কেউ চেয়ারে ক্যানভাসে পেতে ছবি আঁকছেন। তাদের কেউ পুরো জমিদারবাড়িটি আঁকছেন, কেউ একজন শুধু দোতালার বারান্দা, কেউ আঁকছেন দরজার-নকশা, কেউ আবার আঁকছেন কারুকার্যময় জানালা। অধিকাংশ শিল্পীই একসঙ্গে কেউ কেউ স্কেচ আঁকছেন পেন্সিলে। তবে তাদের সবার আঁকাই এই জমিদার বাড়ি কেন্দ্রিক।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT