জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে, আওয়ামীলীগ নাম নেওয়ার মত কোন লোক থাকবে না। খুনি মোস্তাক ও খুনি জিয়া জানতো না বঙ্গবন্ধু ব্যক্তিত্ব বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধু হচ্ছে বাংলার হৃদয়ের মুর্ত প্রতীক। তাকে কখনো মুছে ফেলা যাবে না।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে. এন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ আমার দেখা নয়া চীন বিতরণ ও কৃষ্ণনগর বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন সময় প্রধান বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রণালয়ে উপপ্রতিমন্ত্রী একে এম এনামুল হক শামীম এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনার ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।
বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আওয়ালীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মাত্র চাকমা, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা কাজী আতিকুর রহমান,
উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূইয়া বকুল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলির আমির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ।
এই সময় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।