নাসিম আজাদ, নিজস্ব প্রতিনিধি : বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক অধিকার ও অধিকার ডট নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সন্মেলনে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও শিক্ষাবিদ মো. তাজবীর হোসেন সজীব। সন্মেলনে সারা দেশ থেকে প্রায় শতাধিক সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজাউনুল হক রাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী,এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বেলাল আহমেদ ভুঁইয়া অনিক, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পী সরদার এবং দৈনিক আমাদের সময় পত্রিকার হেড অব অনলাইন মঈন বকুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকাটির সহকারী সম্পাদক গোলাম জাকারিয়া, মফস্বল সম্পাদক কে এইচ আর রাব্বি, স্টাফ রিপোর্টার,নজরুল ইসলাম শুভ,স্টাফ রিপোর্টার নাসিম আজাদ, এস এম মিজানুর রহমান, আবদুল মালেক, কামাল উদ্দীন ও সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের সাথে উপস্থিত অতিথিদের মতবিনিময় ও সকল প্রতিনিধিদের নতুন পরিচয় পত্র প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রীও বিতরণ করা হয়।