1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় মাদকবিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত রায়পুরায় লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ৪৬ জন ডিলার নিয়োগ রায়পুরায় প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে বৃক্ষরোপণ  নরসিংদীতে প্রসূতির অস্ত্রোপাচারের পর পেটে ১৮ ইঞ্চির ‘মব’ কাপড় রেখে সেলাই, মৃত্যুর মুখে প্রসূতি নরসিংদীর ডিসি রোডে বেঙ্গল মিটের নতুন শো-রুমের শুভ উদ্বোধন হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংবর্ধনা “জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে”- ইউএনও মাসুদ রানা নরসিংদীতে কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগ নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আটো চুরি মামলার আসামী মাধবদীতে ২ সুতার গোডাউন ও ১টি ঝুটের দোকান আগুনে পুড়ে ছাই

ইসলামী বক্তার জিহবা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৪৩ বার

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূইয়া (৩৬) নামের এক ইসলামী বক্তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহবা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে দেওয়া বক্তব্য শিয়াদের বিরুদ্ধে যাওয়ায় এ হামলা হয়।

মাহফিল শেষে ভাগনের মোটরসাইকেলে করে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার মানববন্ধন করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, মাহফিল থেকে ফেরার পথে ওই ব্যক্তি হামলার শিকার হয়েছেন। বিষয়টি আমাদের মৌখিকভাবে অবগত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT