সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মার্চ) দুপুরে এ পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক মো: শহীদুল ইসলাম।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, সাবেক পৌর মেয়র ও ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি মো: শরীফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, এমসিএলের জেনারেল ম্যানেজার পরশ কান্তি দাস।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক মো: শহিদুল ইসলাম প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে হবে, মোবাইল আসক্ত থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের। সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকল কাজ করে যেতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতেও শিক্ষার্থীদের নির্দেশনা দেন তিনি।