মোঃ আশাদউল্লাহ মনা : “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জোবাইদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও ন্যাশনাল বীমার পলাশের প্রতিনিধি আসাদউল্লাহ প্রমূখ।
র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিগন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।