1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

শিবপুরে হারুনুর রশীদ খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে যুবলীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির,

সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি এডভোকেট খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার,

যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।

বক্তারা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সমাবেশে হারুনুর রশীদ খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT