1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ঘোড়াশালে ফার্মেসিতে মোবাইল কোর্টে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ওষুধ ফার্মেসি গুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

এসময় উপজেলার ঘোড়াশালের মনোয়ারা মেডেসিন কর্ণার, অনামিকা ও ঘোড়াশাল ফার্মেসিকে বিভিন্ন অপরাধে ৩ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িরএকটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ঘোড়াশালের ৩টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অনুমোদনহীন ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় আজ ৩ মামলায় ২০ হাজার জরিমানা করা হয়েছে। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT