মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরশন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: ইউসুফ আলী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুর মোহাম্মদ প্রমুখ। ইমাম সম্মেলনে জন পুরুষ ও ২৫ জন মহিলা অংশ গ্রহণ করে।