1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী জেলার ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন বিএনপি নেতা জাহিদ পলাশে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার পবিত্র শবে কদর আজ, ইবাদত বন্দেগীতে কাটবে রাত নরসিংদীর সাবেক এমপি শামসুদ্দীন আহমেদ এছাকের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ

পলাশে মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : অমর একুশ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কান প্রতিযোগিতা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় প্রথম বারের মতো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, বিয়াম ল্যাবরেটরী স্কুল, প্রাণ আর এফ এল পাবলিক স্কুল, ঢালুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরকারি আদর্শ শিশু শিক্ষা বিদ্যা নিকেতন সহ উপজেলার প্রায় ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল আলম জানান, ৫২এর ভাষা আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীরা যেন বেশি বেশি করে জানতে পারে এবং এই ইতিহাস যেন আগামী প্রজন্মের মাঝেও ছড়িয়ে পড়ে সেই জন্যই আমাদের এই উদ্যোগ।আগামীদিন উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছে রয়েছে।

এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম,

ঘোড়াশাল পৌর সভার মেয়র আল মোজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী। পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ঘোড়াশাল পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল,জাতীয় পার্টি ও পলাশ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো।

দিবসটি উপলক্ষে সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT