আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২দিন ব্যাপি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বারৈচা বাসস্ট্যান্ডে উক্ত বই মেলা অনুষ্টিত হয়। আগামী ২২ ফেব্রুয়ারী রোজ বুধবার পর্যন্ত চলবে এই মেলা।
সকাল থেকেই বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় ৮ টি স্টলে স্থান পেয়েছে স্থানীয় লেখকদের পাশাপাশি দেশ বরেণ্য লেখকদের বই। এছাড়া বিভিন্ন সাহিত্য পরিষদ ও লেখকদের আড্ডার জন্য রয়েছে বিশেষ স্টল। ৪ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিকাল থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রারৈচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, বিশিষ্ট লেখক ও কবি মহসিন খন্দকার, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল’সহ প্রমুখ।