1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫ পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন ত্যাগী নেতা মাসুদ রানাকে আগামীদিনে মূল্যায়ন করবে বেলাব উপজেলাবাসী পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০ পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

পলাশে শামসুল হত্যা, ফাঁসির ৭ আসামি হাইকোর্টে খালাস

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে শামসুল হক নামে এক কৃষককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন।

রায়ে খালাসপ্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার গালিমপুর এলাকার আব্দুল গাফফার,তোতা মিয়া, মো: আলেক মিয়া, শরীফ মিয়া, আরিফ মিয়া, মারফত আলী ও মোছা. রুপবান।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো: আবু হানিফ মিয়া, মনসুরুল হক চৌধুরী নাজমুল হুদা ও সাহেব আলী পাঠান এবং এবং পলাতকদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম শুনানি করেন।

জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট রাতে দণ্ডিতরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে জহিরুল ইসলাম কে মারধর করে। পরে শামসুল হক সেখানে গেলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর শামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২২ মে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ মোঃ শাহীন উদ্দিন সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাঁচ জনকে জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স খারিজ ও আসামিদের আপিল গ্রহণ করে খালাস দেয় হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আশরাফুল হক জর্জ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT