আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে লোহাজুরী কান্দার মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজরুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান পিন্টু,
আইন বিষয়ক সম্পাদক মমতাজ বেগম শেফালী। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মহাসচিব মাজহারুল ইসলাম মনির। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামীলীগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।