নিজস্ব প্রতিবেদক : ইউরোপের মাটি ইতালিতে “বাংলাদেশ ধ্রুবতারা সংঘ” পালেরমো’র উদ্যোগে বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।একুশের প্রথম প্রহর বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে এবং ইতালির স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশ ধ্রুবতারা সংঘের নবনির্বাচিত সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কমল নন্দীর নেতৃত্বে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। পরে পালেরমোতে বসবাসরত বাঙালি কমিউনিটির সামাজিক ব্যক্তিবর্গরাও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধ্রুবতারা সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাসেল আহমেদ, জুয়েল, ইকরাম দেওয়ান, রঞ্জিত ঘোষ, নির্মল ধর, রহমত আলম, বিদ্যুৎ সিংহ।বাংলাদেশ ধ্রুব তারা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আকন্দ, নির্বাহী সভাপতি সুদীপ্ত দেবনাথ পিন্টু, কোষাধ্যক্ষ তপন ঘোষ ও অন্যন্য সদস্যসহ পালেরমো শহরের বসবাসরত বাঙালি কমিউনিটির সব বয়সের মানুষ।শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসা সবাই ইউরোপের মাটিতে মাতৃভাষাকে তুলে ধরার জন্য অনেক আনন্দিত। বিদেশের মাটিতে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য স্থানীয়রা বাংলাদেশ ধ্রুব তারা সংগঠন পালেরমো ইতালির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ধ্রুব তারা সংঘের সকল সদস্যবৃন্দ পালেরমো শহরের প্রশাসনের সদস্যদেরকে ধন্যবাদ জানান।