নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে মানবতার আলো সংগঠনের পক্ষ্য থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবতার আলো সংগঠনের মুখপাত্র বিপ্লব রায়, সভাপতি সুজন চৌধুরী, সাধারণ সম্পাদক হিমরায়, সাংগঠনিক সম্পাদক অনিক রায়, প্রচার সম্পাদক সজীব রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রনি ঘোষ, এবং সদস্য অনিক ঘোষ, তাপস পাল, ননী গোপাল কর, সুমন চৌধুরী,প্রমূখ।