আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :”এক ইঞ্চি জমি ও অনাবাদি রাখা যাবে না ” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সল্লাবাদ ইউনিয়নের কৃষক সমাবেশ ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু নইম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান,
বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উর রউফ খান, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন (সপ্বন) সহ প্রমুখ।