আলমগীর পাঠান , নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নারায়ণপুর মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদও লাল সবুজ চেতনা সংসদ এর উদ্যোগে আবদুল হামিদ একুশে বইমেলা ২০২৩ তিন দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারী) নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় মাঠে উক্ত বই মেলা অনুষ্টিত হয়। আগামী ২১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার পর্যন্ত চলবে উক্ত মেলা।
নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসানের সভাপতিত্বে ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের,
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, লাল সবুজ চেতনা সংসদের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান রুস্তম,নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খোর্শেদ আলম,
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন সবুজ’সহ প্রমুখ।
উক্ত বই মেলায় স্টল গুলোতে ইন্জিনিয়ার খায়রুল বাকেরের লেখা ‘একাত্তরের রণাঙ্গনে সল্লাবাদ ও নারায়নপুর এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা”,”একটি গ্রেনেড আগরতলা মামলা সার্জেন্ট জলিল” এবং”আমার স্মৃতিতে ভাস্বর যত ঘটনা” সংবলিত বই স্থান পায়।