মো : আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমা, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশাদউল্লাহ মনা ও ইসলামী ফাউন্ডেশন পলাশ শাখার প্রতিনিধি মাওলানা মোস্তফা প্রমুখ।
ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) সারাদেশের ন্যায় পলাশেও ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫০০ শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে দিনব্যাপী সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পলাশ উপজেলার ১২০টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।