এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. মফিজ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১৫ জন।
আজ বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে বর্তমান ইউপি সদস্য হ আব্দুল খালেক হাজী ও সাবেক ইউপি সদস্য শাহ আলম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন ওই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে এবং মেম্বার শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ উভয়পক্ষের আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।