নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের নেহাব গণ-পাঠাগারের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধােদের সংবর্ধনা এবং অমর একুশে রচনা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নেহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিগত ৩ বছরের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দীন, বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর প্রধান সমন্বয়ক উনাব ইমাম হোসাইন।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী থানার সাবেক যুদ্ধকালীন কমান্ডার ইমাম উদ্দিন, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,
মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।
এছাড়াও এসময় লায়ন্স ক্লাব অব ঢাকা এ্যালিগেন্ট স্কয়ারের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ফকির আবুল কালাম আজাদ,নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. ইঞ্জি মাসুদা সিদ্দিক রোজী, নেহাব’র বিশিষ্ট নেহাব গন – পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসান মনির, সাধারন সম্পাদক ওসমান খান সহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুইডেন স্টকহোম ইউনিভার্সিটির বিজ্ঞানী ও গবেষক ড. অহিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের এসিস্টেন্ট পুলিশ কমিশনার হাবিবুর রহমান।