1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিশ্রামাগার থেকে কম্বল ও টিসিবি’র তেল উদ্ধার শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় শনাক্ত

পলাশে পূর্ব বিরোধের জেরে বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর, লুটপাট করে দেড় বছরের শিশুসহ এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বসত ঘর ভাংচুর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ঘরে থাকা বিভিন্ন ফার্ণিচার লুটে নিয়েছে বলে জানা যায়।

সোমবার ভোরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে হামলাকারীদের মারধরের শিকার হন গৃহবধূ যমুনা রানী পাল। হামলাকারীদের আঘাত থেকে বাদ যায়নি গৃহবধূ যমুনা রানী পালের দেড় বছর বয়সী শিশু বিকি চন্দ্র দে। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি গৃহবধূর শ্বশুর সতিশ চন্দ্র দে। তিনি জানান, আমাদের পৈতৃক বাড়ির ভিটা নিয়ে আমার বোন শিউলী রানীর সাথে পূর্ববিরোধ চলছে। বিরোধটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

সোমবার ভোরে আমার ছেলের বউ যমুনা রানী পাল তার দেড় বছরের শিশুটিকে নিয়ে বাড়িতে একা ছিল। সে সুযোগে শিউলী রানীর নেতৃত্বে পূর্ববিরোধের জের ধরে মোহাম্মদ আলী, দিপু মিয়া, আবু দে ও অনিক ধর সহ অজ্ঞাত আরও ৮-১০ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ আশি হাজার টাকা ও ঘরে থাকা বিভিন্ন ফার্ণিচার লুট করে নিয়ে যায়।

এসময় তাদেরকে বাধা দিতে গেলে পুত্র বধূ যমুনা রানী পালকে ব্যাপক মারধর করে অচেতন করা হয়। শুধু তাই নয়, দেড় বছর বয়সী নাতি বিকি চন্দ্র দে’কেও ছুঁড়ে ফেলে দেওয়া হয় । খবর পেয়ে আমার ছেলে সবুজ চন্দ্র দে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত শিউলী রানীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, লুটপাট ও মারধরের বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT