নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শামিম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানে লাগানো তিন শতাধিক মাল্টার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী শামিমের স্ত্রী শাহিদা বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহিদা বেগম জানায়, গত দুই বছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপন করে। যে গুলোতে কয়েকদিন পর ফলন আসার কথা। গত এক মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টার বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতো।
আজ সোমবার সকালে শাহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টার গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।