নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার স্বনামধন্য আধুনিক ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর সাদেক দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠিত হবে আজ ১২ ফেব্রুয়ারি, রবিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, চেয়ারম্যান ড. সাদেক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামালমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রায়পুরা। আরো উপস্থিত থাকবেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী ও স্থানীয় মেম্বার আঙুর মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন ডক্টর সাদেক দাখিল মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ড. সাদেক দাখিল মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদান করে ইতিমধ্যেই রায়পুরা উপজেলা এবং নরসিংদীর জেলায় সুনাম ও খ্যাতি অর্জন করেছে।