মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে ‘মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছেন সহস্রাধিক ছাত্র-ছাত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক সমাবেশে তারা এ লাল কার্ড দেখান।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।
তাছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিদ্যলয়ের সকল ছাত্র-ছাত্রীরা।
পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এদিকে বিকেলে জেলা প্রশাসক উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ মাঠে এক কৃষক সমাবেশে ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।