আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ৯৬ বছর পর ঢাকা থেকে প্রকাশিত “সবুজ পল্লী সাহিত্য ” দ্বিতীয় সংস্করণ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রাঙ্গণে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
“সবুজ পল্লী সাহিত্য” দ্বিতীয় সংস্করণ উদ্ধোধন করেন প্রত্ন সংগ্রাহক ও গবেষক। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ফোকলোর গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।
” সবুজ পল্লি সাহিত্য” পত্রিকার সম্পাদক কবি দয়াল ফারুকের সভাপতিত্বে ও চলো গড়ি বেলাব গ্রুপ এর এডমিন প্যানেলের সদস্য মোঃ তানভীর হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক, কথা সাহিত্যিক টিভি উপস্থাপক ইকবাল খন্দকার।
এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজেষ্টার আলম তাজ বেগম, বাংলাদেশ বেতার সংগীত প্রযোজক মোঃ লিয়াকত আলী,নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের প্রভাষক মোঃএনায়েত হোসেন,
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন বেস্তী, পিজি হাসপাতালের এম.বি.এস.বিসিএস (স্বাস্থ্য)
ডাঃ সারোয়ার জাহান,”সবুজ পল্লি সাহিত্য” পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নূর মোহাম্মদ অভি, বেলাব উপজেলা মানবজমিন পত্রিকার বেলাব উপজেলা প্রতিনিধি মোঃ দিদার হোসেন পিন্টু ‘সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ খায়রুল বাকের বলেন, আশা করবো “সবুজ পল্লী সাহিত্য পত্রিকা” সমাজের দর্পণ হিসেবে সঠিকভাবে কাজ করবে। একইসাথে সমাজকে সঠিকখাতে প্রবাহিত করার ক্ষেত্রেও অনবদ্য ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, “গণমাধ্যমের ভূমিকা দেশ গঠনে, জাতি গঠনে, জাতির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রত্রিকা মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। “আমাদের লক্ষ্য বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া। সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।”