নিজস্ব প্রতিবেদক : আজ প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল সাড়ে ১০ টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করে শিক্ষামন্ত্রী ও সকল বোর্ডের চেয়ারম্যান। এরপরই ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মিরসরাইতে এগিয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। এদের পাশের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ।
এর আগে আজ দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম্পিউটারের বোতাম চেপে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সোয়া ১১টার দিকে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলে দেখা যায় মিরসরাইতে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ থেকে মোট ৫ শত ৬৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫ শত ৬৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ শত ৭৪ জন।