সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির একটি কক্ষে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
এসময় ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভনিং বডির সভাপতি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: শরীফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।
শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।