1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে আল ইনাসাফ সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

ঘোড়াশালে পথ শিশুদের হাত রাঙাল মেইক হ্যাপিনেস

সাব্বির হোসেন | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩২৫ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : একদিন পর ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সাধ্যমত চেষ্টা করেন শিশুদের সমস্ত বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় ছিন্নমূল পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিক মতো রাঙে না।

তাই এবার সুবিধা বঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মেইক হ্যাপিনেস। পথশিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করেছেন তারা। শুক্রবার (৮ জুলাই) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এখানকার ছিন্নমূল শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।

মেইক হ্যাপিনেস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাহাদ মিয়া জানান, ‘আগামী রবিবার ঈদুল আজহা। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। এ কাজটি করতে পেরে আমাদের কাছে অনেক ভাল লাগছে। ধন্যবাদ জানাই মেইক হ্যাপিনেস সংগঠনের সকলকে। আরও জানিয়ে রাখি এই ঈদেই আমরা বস্ত্র বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন মেইক হ্যাপিনেস সংগঠনের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ উল্লাস। মেহেদী উৎসবের পরিচালনায় ছিলেন একই সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক মিথু আহমেদ ও মহিলা সকল সদস্যবৃন্দ।

মেইক হ্যাপিনেস সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক মিথু আহমেদ জানান, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। সবাই মিলে নিজেদের হাতে মেহেদী দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব আয়োজন করা হয়। আজকের এই মেহেদী রাঙ্গা উৎসব সফল ভাবে সম্পন্ন করে শিশুদের মুখে হাসি ফুটিয়েছি। সামনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।

শিশুদের মেহেদী দিয়ে হাত রাঙ্গানো শেষে সবার হাতে মেইক হ্যাপিনেস সংগঠনের পক্ষ থেকে গিফট বিতরণ করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT