মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০) জানুয়ারি বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী সরকারী কাজ করছিলেন। এসময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার ঢুকে পড়ে। কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করে ঠিকাদাররা। এসময় তারা প্রকৌশলীকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।