সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। আজ রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা, পৌর কৃষক দলের সভাপতি মোঃ লোকমান হোসেন, পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা ও উপজেলার ডাংগা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সামসুজ্জামান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সরকারের বিরুদ্ধে যড়যন্তমূলক সভার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কয়েকজনের বিরুদ্ধে পলাশ থানায় আলাদা আলাদা একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।