আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “পড়ব বই গড়ব মন” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে স্কুল ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিয়াম ল্যাববেটরী স্কুলে বিভিন্ন ফলফলাদী গাছের চারা রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঞা রিটন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান শারমিন আক্তার খালেদা, ভাইস চেয়াম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, মহিলা বিয়ক কর্মকর্তা জেরিন সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, পালাক্রমে প্রতিটি স্কুলে বৃক্ষরোপন করা হবে।